২০৫০ সালে যে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জের সম্মুখীন হবে মানুষ, ধ্বংস হতে পারে সভ্যতা
Odd বাংলা ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজ করা এক অস্ট্রেলিয়ান বিশ্লেষক জানিয়েছেন পৃথিবীর জলবায়ু যেভাবে নষ্ট হচ্ছে, সেটি অব্যাহত থাকলে ২০৫০ সালের ভেতর মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে!
কানাডা ভিত্তিক জনপ্রিয় ম্যাগাজিন ভাইসের অনলাইন সংস্করণ থেকে জানা গেছে, এই বিশ্লেষণটি প্রকাশিত হয়েছে অস্ট্রেলিয়ার একটি জার্নালে। এটি আবার সমর্থন করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষা প্রধান এবং রয়্যাল নেভি কমান্ডার।
প্রতিবেদনে বলা হয়েছে, মানব সভ্যতার প্রতি মধ্যমেয়াদি অস্তিত্বের হুমকি খুব কাছে এবং সেটি সামনের ৩০ বছরেই হতে পারে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বেশ কয়েক বছর ধরে বিশ্বের নামকরা বিজ্ঞানীরা উদ্বিগ্ন।
সম্প্রতি ব্যাংক অব ইংল্যান্ড এক প্রতিবেদনে জানায়, জলবায়ু পরিবর্তনের প্রভাব এর মধ্যে বিশ্বের ওপর পড়তে শুরু করেছে। যেমন উত্তর আমেরিকার দাবদাহ, দক্ষিণ-পূর্ব এশিয়ার ঝড়, আফ্রিকায় ও অস্ট্রেলিয়ার খরা। এসব প্রাকৃতিক দুর্যোগের কারণে অবকাঠামো ও ব্যক্তিগত সম্পত্তির ব্যাপক ক্ষতি হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে স্বাস্থ্যে, কমছে উৎপাদনশীলতা এবং ধ্বংস হচ্ছে সম্পদ।
Post a Comment