ফের গ্রেনেড হামলা শ্রীনগরে, নিহত ১, গুরুতর আহত প্রায় ১৫


Odd বাংলা ডেস্ক: একের পর এক হামলায় জর্জরিত কাশ্মীর। 'বিপদ'-ই যেন কাশ্মীরের 'সৌন্দর্য' হয়ে দাঁড়িয়েছে। ফের গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীনগর। সোমবার নিরাপত্তাবাহিনীর দিকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। যার ফলে ১জন মারা গিয়েছেন এবং ১৫ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মৃত ব্যক্তি স্থানীয় বাসিন্দা নন-এমনটাই খবর। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 



শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিট-এ এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ১৫ দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার গ্রেনেড বিস্ফোরণের ঘটনা প্রকাশ্যে এল। সূত্রের খবর, গ্রেনেড বিস্ফোরণে নিহত ব্যক্তি স্থানীয় ছিলেন না। এর আগে ২৬ অক্টোবর তারিখে শ্রীনগরের করণ নগরের কাকাসরাই এলাকায় নিরাপত্তা বাহিনির ওপর হামলা চালালে ৬জন নিরাপত্তা রক্ষী গুরুতর আহত হয়েছিল। নাক তল্লাশির সময় শ্রীনগরের করণ নগরে জঙ্গিরা সুরক্ষা বাহিনীকে চিহ্নিত করেছিল। করণ নগর থানায় একটি গ্রেনেড লাগানো হয়েছিল এবং পরে গুলিও চালানো হয়।
Blogger দ্বারা পরিচালিত.