বাংলাদেশে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় সর্বহারা এক ছোট্ট শিশু


Odd বাংলা ডেস্ক: মঙ্গলবার মধ্য বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়ে জেলার দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ফলে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। আহত হয়েছেন প্রায় ৬০ জন যাত্রী। রেলওয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল উদয়ন এক্সপ্রেস এবং ঢাকার উদ্দেশে যাচ্ছিল তুর্ণা নিশিতা। মন্ডোভাগ রেল স্টেশনের কাছে এস ট্যাক পরিবর্তনের সময়ে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে। 

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং রেলের উচ্চপদস্থ কর্মকর্তরা উদ্ধার অভিানে তদারকি করতে ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন। রেল সূত্রে খবর, লোকো মাস্টাররা সিগনাল না মানার কারণে এই ভয়ানক দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। বাকি গুরুতর আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে বহু শিশুর হাহাকার ভেসে আসছে। তেমনই একটি ছোট্ট মেয়ে খুঁজে পাচ্ছে না তার বাবা মাকে

পুলিশের তরফে আরও জানা গিয়েছে যে, উদয়ন এক্সপ্রেসের ধ্বংসাবশেষের নীচে আরও বেশকিছু মানুষ আটকে পড়ে থাকতে পারে, যার ফলে মৃত্যু মিছিল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরে ঢাকা-চট্টোগ্রাম, ঢাকা-নোয়াখালী এবং চ্যাটগ্রাম-সিলেটের মধ্যে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আবদুল হামিদ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 
Blogger দ্বারা পরিচালিত.