১৫ কোটি বছর আগের দানবীয় সামুদ্রিক প্রাণীর খোঁজ পেল বিজ্ঞানীরা, যা অনায়াসে গিলে নিতে পারে ডায়নোসর ও তিমিকে
Odd বাংলা ডেস্ক: প্রাগৈতিহাসিক যুগের সবচেয়ে বড় হিংস্র মাংসাসী প্রাণীদের মধ্যে অন্যতম হল টিরানোসরাস রেক্স। সেই জুরাসিক পার্কের সব সিরিজ থেকেই তাদের সঙ্গে মানুষের পরিচয় ঘটে। সেই সময়ে অত বড় দানবীয় প্রাণীর অস্তিত্বের কথা জানতে পারলেই কার্যত আত্মারাম খাঁচা হওয়ার জোগাড়। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে, সেই বিশালাকার দানবীয় প্রাণীদের থেকেও বড় এবং ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব ছিল কোনও একসময়।
সেই বিশালাকার প্রাণীর নাম প্লিওসর। আজ থেকে প্রায় ১৫ কোটি বছর আগে এই ধরণের প্রাণীর অস্তিত্ব ছিল বলে মনে করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি বিজ্ঞানীরা সেই ১৫ কোটি বছর আগেকার একটি সুবিশাল জীবাশ্মের খোঁজ পেয়ে এমনটাই ধারণা করছেন বিজ্ঞানীরা। স্বভাবতই এই নতুন ধরণের প্রাণীর অস্তিত্বের খোঁজ পাওয়া নিতান্তই বিজ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি এই বিশেষ অনুসন্ধানের বিষয়টি প্রকাশিত হয়েছে 'প্রসেডিংস অব দ্য জিওলজিস্ট অ্যাসোসিয়েশন' নামক জার্নালে।
বিজ্ঞানীদের কথায়, তখনকার দিনে একটি দানবীয় সরীসৃপ প্রাণী ছিল প্লিওসর। যে প্লিওসরের খোঁজ পাওয়া গিয়েছে সেটি প্রায় ৩৩ ফুট দীর্ঘ। টিরানোসরাসের থেকেও কয়েক গুণ বেশি শক্ত ছিল এদের চোয়াল। দাঁতও ছিল খুব ধারালো। তবে সেই সময়ে এর থেকেও বড় প্লিওসর ছিল বলে মনে করা হচ্ছে। এমনকী এরা টিরানোসরাসদেও অনায়াসে খেয়ে ফেলতে পারত বলে মনে করা হচ্ছে। এরা মূলত সামুদ্রিক প্রাণী। তবে তিমি মাছকেও অনায়াসে গলাদ্ধকরণ কার ক্ষমতা রাখত বলে মনে করা হচ্ছে।
Post a Comment