দাদা কেন প্রেম করে? জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হল ১৬ বছরের ভাইকে
Odd বাংলা ডেস্ক: ঘটনা পঞ্জাবের। ১৬ বছরের একটি কিশোরকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে। যেখানে কিশোরের দোষ একটাই সে দলিত সম্প্রদায়ের সদস্য। একটি ফাঁকা রাইস মিলের মধ্যে আগে জশপ্রিত সিং নামে ওই যুবককে একটি পিলারের সঙ্গে বাঁধা হয়। তারপর তাকে বেধড়ক মার মারা হয়। এবং যখন দেখা যায় প্রায় আধ মরা হয়ে গিয়েছে। তখন তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনা পাঞ্জাবের মানসা জেলার।
ঘটনার সূত্রপাত ২ বছর আগে। জশপ্রিতের দাদা কুলদীপ এলাকারই একটু উচ্চবংশীয় পরিবারের মেয়ে সাইরার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তারা পালিয়ে বিয়ে করে এবং তাদের একটি সন্তানও হয়। এদিকে মেয়ের পরিবার এই বিয়েকে মেনে নেয়নি। তারা দাবি করে মেয়েকে ফিরিয়ে দেওয়ার। কিন্তু মেয়ে ফিরে যেতে চায়নি। তাই মেয়ের দাদা জাশন সিং এই কাজ করে বলে পুলিশ সূত্রের খবর। জশপ্রিত স্কুল থেকে ফিরছিল। তখনই তাকে ধরে এই পিলারের সঙ্গে বাঁধা হয়। এবং তারপর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। জশপ্রিত সেখানেই মারা যায়। ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।
Post a Comment