সেদিন অযোধ্যাতে প্রাণ হারিয়েছিলেন পশ্চিমবঙ্গের ২জন!
Odd বাংলা ডেস্ক: শনিবার দুপুর থেকেই বিজেপি নেতারা বার বার ছুটে যেতে শুরু করেছেন বড়বাজার এলাকার খেলাত ঘোষ লেনের একটি বাড়িতে। কোঠারি পরিবারের বাড়ি। ১৯৯০ সালের ৩০ অক্টোবর উত্তরপ্রদেশে মৃত্যু হয় এই পরিবারের দুই সদস্য রাম কোঠারি এবং শারদ কোঠারির। বজরঙ্গ দলের সক্রিয় কর্মী তথা কলকাতার ওই দুই করসেবক সে সময়ে উত্তরপ্রদেশে গিয়েছিলেন রামমন্দির আন্দোলনে অংশ নিতে। গুলিতে মৃত্যু হয় তাঁদের। তাই রাম কোঠারি আর শারদ কোঠারিকে ‘শহিদ’ আখ্যা দেয় বিজেপি। সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির তৈরির নির্দেশ দিতেই সেই ‘শহিদ’দের কথা মনে পড়ে গিয়েছে গেরুয়া শিবিরের। কোঠারিদের বাড়ি গিয়ে গতকাল থেকেই রাম ও শারদের ছবিতে মালা দিচ্ছেন বিজেপি নেতারা, শ্রদ্ধা জানাচ্ছেন।
Post a Comment