হরিয়ানায় ৫০ ফুট গভীর গর্তে পড়ে প্রাণ হারাল পাঁচ বছরের শিশু!
Odd বাংলা ডেস্ক: তামিলনাড়ুর পর এবার হরিয়ানা। হরিয়ানার কর্নাল জেলার হরিসিংপুরা গ্রামে ৫০ ফুট গভীর নলকূপের গর্তে পড়ে গেল একটি পাঁচ বছর বয়সী এক শিশু কন্যা। গর্তে পরে যাওয়ার পর জাতীয় বিপর্যয় মোকাবিলা পর্ষদ তাকে টেনে তোলার চেষ্টা করলেও তা বিফলে যায়।
এদিন শিশু কন্যাটির মৃত্যুর খবর প্রকাশ করা হল। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর একটি টুই করে লেখেন, গড়াউন্ডায় গর্তে যে শিশুকন্যাটি পড়ে গিয়েছিল, সেই পাঁচ বছরের শিবাণীর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। বহু চেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সূত্রের খবর, যে গর্তে শিশুটি পড়ে গিয়েছিল তা তাদের বাড়িতেই ছিল। রবিবার খেলতে খেলতে পা ফসকে গভীর কূপে পড়ে যায় সে। গর্তের মধ্যে ক্রমাগত অক্সিজেন সরবরাহ করা হচ্ছিল। উদ্ধারকর্তারা একটি ক্যামেরা ব্যবহার করে শিশুটির খোঁজ চালালে তাঁরা শিশুটির পা দেখতে পান। পুলিশ জানায়, তাকে সজাগ রাখতে তার বাবা-মায়ের গলার স্বর রেকর্ড করে বাজানো হয়েছিল। কিন্তু শেষ রক্ষা আর করা গেল না।
Post a Comment