অযোধ্যায় রামমন্দির হবে- এই আশায় ১৯৯২ সাল থেকে কেবল চা আর কলা খেয়েই রয়েছেন এই বৃদ্ধা


Odd বাংলা ডেস্ক: ৮৭ বছর বয়সী মধ্যপ্রদেশের এক বৃদ্ধা গত ২৭ বছর ধরে কেবল চা এবং কলা খেয়েই বেঁচে রয়েছেন। না কোনও সাধারণ কারণের জন্য নয়, অযোধ্যায় যাতে রামমন্দির নির্মিত হয়, সেই কারণেই এমন ব্রত রেখেছিলেন তিনি। আর সেই ব্রত তিনি ভাঙলেন শনিবার, যেদিন অযোধ্যার বিতর্কিত জমি মামলার ঐতিহাসিক রায় প্রদান করল সুপ্রিম কোর্ট।

মধ্যপ্রদেশের রাজধানী শহর ভোপাল থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে জবলপুরের বিজয়ানগরের বাসিন্দা ঊর্মিলা চতুর্বেদী একটি সাক্ষাতকারে জানিয়েছেন, তাঁর জীবনের একটাই স্বপ্ন ছিল যে, ভগবান রামের মন্দির অযোধ্যায় প্রতিষ্ঠিত হোক। সুপ্রিম কোর্টের রায় মন্দির নির্মাণের পক্ষে যাওয়ার পর অবশেষে তাঁর স্বপ্ন বাস্তবায়িত হল বলে জানান তিনি। 

১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের পর মধ্যপ্রদেশের জবলপুর-সহ বেশ কয়েকটি রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়লে তিনি খাবার না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বর্ষীয়ান ঊর্মিলা দেবীর কথায়, 'আমি হিন্দু এবং মুসমিল ভাইদের একে অপরের রক্ত ঝরাতে দেখেছি, এটা আমাকে এতটাই ব্যছিত করেছিল যে, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই বিতর্কের সমাধান এবং রাম মন্দির অযোধ্যায় স্থাপিত না হওয়া পর্যন্ত আমি খাদ্য ত্যাগ করব।'

দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার ফল পেয়েছেন বলেই মনে করছেন ঊর্মিলা দেবী। অযোধ্যার রায় প্রকাশের দিন তিনি টেলিভিশনের সামনে এক টানা বসেছিলেন। সুপ্রিম রায় শোনার পর তিনি স্বভাবতই খুব খুশি এখন তিনি কেবল মন্দির নির্মাণের অপেক্ষায় রয়েছেন, মন্দির তৈরি হয়ে গেলেই তিনি রাম লালার দর্শন করে তাঁর থেকে আশীর্বাদ নেবেন এবং এই অনশন ভঙ্গ করবেন।
Blogger দ্বারা পরিচালিত.