৩৭০ ধারা বাতিলের পর থেকে ৯৫০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান


Odd বাংলা ডেস্ক: গত ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিল করার পর থেকে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় অন্তত ৯৫০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। গত ১৯ নভেম্বর লোকসভায় এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি. কিষাণ রেড্ডি এদিন লোকসভায় জানিয়েছেন, পাকিস্তানের নিয়ন্ত্রাধীন এলাকার সন্ত্রাসবাদ দুই দেশের দ্বীপাক্ষিক সম্পর্কের মধ্যে মূল উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিন লোকসভায় একটি সওয়াল-জবাবে জি. কিষাণ রেড্ডি  বলেন চলতি বছরে অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চলে লাইন অব কন্ট্রোল বরাবর ৯৫০টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। গত ৫ অক্টোবর জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ-কে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়। 

যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী যথাযথ এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান জি. কিষাণ রেড্ডি। পাশাপাশি পতাকা বৈঠকের মাধ্যমে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.