লাকি আলি ফিরে এলেন তাঁর সঙ্গীত নিয়ে, এবারের সাথী ইজরায়েলের এলিয়েজার


Odd বাংলা ডেস্ক: দীর্ঘ পথ চলার পর একজন পথিক নিজের গন্তব্যে না পৌছালেও কোথাও না কোথাও গিয়ে দাঁড়াতে হয় তাঁকে। সেরকমই একজন হলেন লাকি আলি। দীর্ঘ পথ চলার পর তাঁর কন্ঠ থেকে আগত একটা ধ্বনি যেন বলে দেয় তাঁর সঙ্গীতের কথা। দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন রাজ্য ঘুরে বেরিয়েছেন লাকি আলি। এবং সম্প্রতি বিদেশেও গিয়েছিলেন তিনি। ইজরায়েল গিয়ে সেখানে   এলিয়েজার কোহেন বোটজারের সঙ্গে তাঁর সঙ্গীত আঁতাত হয়। আর তারপরেই হয়তো এই সঙ্গীতের সৃষ্টি। মধ্যপ্রাচ্যের সঙ্গীতের স্পষ্ট একটি প্রভাব দেখা গেল তাঁর এই গানে।   

Blogger দ্বারা পরিচালিত.