খুঁজে পাওয়া যাচ্ছে না গৌতম গম্ভীরকে, দিল্লি জুড়ে দেওয়া হল পোস্টার


Odd বাংলা ডেস্ক:  এক রাজনৈতিক দল অন্যদলের বিরোধীতা করবে সেটাই স্বাভাবিক। কিন্তু সেটা যদি এই রূপ বিরোধীতা হয় তাহলে দেশবাসীকে অবাক করবেই। যা করেছে দিল্লিতে আম আদমি পার্টি। আসলে ব্যাপারটা বলা দরকার। আম আদমি পার্টির পক্ষ থেকে গম্ভীরকে বিদ্রুপ করে এই পোস্টার গুলি লাগানো হয়েছে। রাজধানী শহর ছেয়ে গিয়েছে গম্ভীরের নিরুদ্দেশ হওয়ার পোস্টারে। এর সেটা নাকি গম্ভীর নিজেও জানেন। যদিও এর উত্তরে তিনি এখনও নিজের মুখ খোলেননি। দিল্লির দূষণ নিয়ে উৎকণ্ঠায় সবাই। সংসদের সচিবালয় জরুরি ভিত্তিতে দূষণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক ডেকেছিল। সেই কমিটির সদস্য ২৯জন হলেও, উপস্থিত ছিলেন মাত্র চারজন। অনুপস্থিত ২৫ জনের মধ্যে ছিলেন সাংসদ গম্ভীরও। সেই সময়ে ইনদোরে ভারত-বাংলাদেশ টেস্ট চলছিল। ধারাভাষ্য দিতে মধ্যপ্রদেশে চলে গিয়েছিলেন গম্ভীর। প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের একটি টুইটে দেখা যায় হাসতে হাসতে জিলিপি খাচ্ছেন গম্ভীর। সেটাকেই বিজেপির বিরুদ্ধে পাল্টা হাতিয়ার করে আপ। আর এদিন দেখা গেল বিজেপি সাংসদের নামে ‘নিরুদ্দেশ’ পোস্টারে ছয়লাপ করে দেওয়া হয়েছে গোটা পূর্ব দিল্লি।  
Blogger দ্বারা পরিচালিত.