লন্ডনে বন্যা ! ভেসে যাচ্ছে আস্ত বাড়ি (VIDEO)


Odd বাংলা ডেস্ক: আমাদের দেশের মতো সেখানেও বন্যা হয় নাকি? না! সত্যিকারের বন্যা নয়। বরং আস্ত একটা বাড়িকে টেমস নদীর জলে ভাসিয়ে প্রতিবাদ দেখানোর চেষ্টা করেছেন লন্ডনের নাগরিক সংগঠন। খবর অনুযায়ী বিশ্ব জুড়ে গ্লোবাল ওয়ার্মিং-এর প্রতিবাদ করতেই তাদের এই বিশেষ প্রদর্শন। খবর অনুযায়ী একটি নকল বাড়ি তৈরি করে সেটাকে ভাসিয়ে দেওয়া হয় নদীতে। 


সংগঠনের মুখপাত্রের মতে  এটা আমাদের প্রতিবাদের ভাষা। বিশ্ব উষ্ণায়ন বন্ধ না হলে আমাদের বাসস্থান আমরা এভাবেই হারিয়ে ফেলব। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই ছবি ভাইরাল হয়েছে। 

উৎস: রয়টার্স   
Blogger দ্বারা পরিচালিত.