লন্ডনে বন্যা ! ভেসে যাচ্ছে আস্ত বাড়ি (VIDEO)
Odd বাংলা ডেস্ক: আমাদের দেশের মতো সেখানেও বন্যা হয় নাকি? না! সত্যিকারের বন্যা নয়। বরং আস্ত একটা বাড়িকে টেমস নদীর জলে ভাসিয়ে প্রতিবাদ দেখানোর চেষ্টা করেছেন লন্ডনের নাগরিক সংগঠন। খবর অনুযায়ী বিশ্ব জুড়ে গ্লোবাল ওয়ার্মিং-এর প্রতিবাদ করতেই তাদের এই বিশেষ প্রদর্শন। খবর অনুযায়ী একটি নকল বাড়ি তৈরি করে সেটাকে ভাসিয়ে দেওয়া হয় নদীতে।
Extinction Rebellion latest action saw the group 'sink' a typical British suburban house in river Thames, just in front of the iconic Tower Bridge. pic.twitter.com/TfZvZlmxeC— CGTN Europe (@CGTNEurope) November 12, 2019
উৎস: রয়টার্স
Post a Comment