"তুই কে হরিদাস পাল?" প্রসেনজিৎ-কে আক্রমণ অভিষেক চট্টোপাধ্যায়ের


Odd বাংলা ডেস্ক: প্রসেনজিৎ-কে নিয়ে হামেশাই একটা কথা শোনা যায়। এমন কি তাঁকে নিয়ে যে ডকুমেন্ট্রি তৈরি হয়েছিল সেখানেও বলা হয়েছিল তিনিই 'ইন্ডাস্ট্রি'। আর এই কথাতেই ভীষন রেগে গিয়েছেন অভিষেক চ্যাটার্জী। সম্প্রতি ডিজিটাল একটি মিডিয়াতে সাক্ষাৎকার দিতে এসেছিলেন টলিউডের এই অভিনেতা। তিনি বলেন তাঁর সঙ্গে প্রচুর পলিটিকস করা হয়েছে। আর তাই এখন তিনি বড় পর্দায় কাজ পাচ্ছেন না। এদিকে  তিনি এটাও বলেছেন যে তিনি আসলে চাইছেন কাজের মধ্যে থাকতে। আর সে কারনেই এখন মেগা সিরিয়ালগুলি করছেন তিনি। 

কিন্তু এদিন সাক্ষাৎকারে নাম না করে প্রসেনজিৎ চ্যাটার্জীকে তিনি বিঁধেছেন। তিনি বলেছেন যে প্রসেনজিৎ যে বলেন ইন্ডাস্ট্রীর দায়িত্ব এখন আমার কাঁধে। এই কথাটি ঠিক নয়। তিনি এটাও বলেন যে "তুই কে হরিদাস পাল"। তাঁর মতে সে সময় অভিষেক যেমন ছিলেন তেমনই ছিলেন চিরঞ্জিৎ। কিন্তু তাদের কথা ভুলে গিয়েই প্রসেনজিৎ-কে ইন্ডাস্ট্রি তকমা দেওয়া ঠিক হয়নি। কারণ তাঁরাও তো অনেক হিট ছবি উপহার দিয়েছেন বাংলার দর্শকদের।          
Blogger দ্বারা পরিচালিত.