বুলবুলের রেশ কাটতেই ব্যপক শক্তি সঞ্চয় করে আসছে ঘূর্ণিঝড় 'নাকরি'
Odd বাংলা ডেস্ক: বুলবুলের রেশ এখনও ঠিক করে কাটেনি, আর তার মধ্যেই আরও এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা। ভারতের মৌসম ভবনের তরফে খবর, বিরাট শক্তি সঞ্চয় করেছে ঘুর্ণিঝড় 'নাকরি'। বুলবুলের মতো নাকরিরও সূত্রপাত দক্ষিণ-চিন সাগরে। শেষ পাওয়া খবর অনুসারে আবহবিদরা জানিয়েছেন, শক্তি বাড়িয়ে দক্ষিণ-চিন সাগরেই অবস্থান করছে নাকরি।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ১৪ নভেম্বর বঙ্গোপসাগরে 'নাকরি' শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশের উত্তর দিকে এবং ওড়িশা উপকূলবর্তী এলাকাগুলোতে আঘাত হানবে। পাশাপাশি চেন্নাই-সহ উত্তর তামিলনাড়ুর উপরও নাকরির প্রভাব পড়বে বলে জানি গিয়েছে। এর প্রভাব পড়বে বাংলাদেশেও। তবে এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের ভারতে আছড়ে পড়ার সঠিক সময় কী তা জানা যায়নি।
আপাতত যথেষ্ট শক্তিশালী আকার ধারণ করেছে এই ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের প্রভাবে ভিয়েতনামের উপকূলে ব্যাপক বৃষ্টিপাতের পর, এর শক্তি খানিকটা ক্ষয় হবে এই বলে জানা গিয়েছ। এরপর দক্ষিণ থাইল্যান্ড পেরিয়ে মায়ানমারের দক্ষিণ ভাগে এসে পৌঁছবে এই ঘূর্ণাবর্ত। তবে মায়ানমার এসে এর শক্তি অনেকটাই ক্ষয় হবে যার ফলে বড়োজোড় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Post a Comment