প্রযুক্তি: WHATSAPP -এ বিরাট সমস্যা, ভিডিও খুললেই হয়ে যাচ্ছে হ্যাক


Odd বাংলা ডেস্ক: এনএসও-র বানানো নজরদারি সফটওয়্যার ‘পেগাসাস’ তছনছ করে দিয়েছিল হোয়াটস্অ্যাপের সুরক্ষা বলয়। এই স্পাইওয়্যাররের মাধ্যমে ভারতের একাধিক নেতা-মন্ত্রী তো বটেই বিশ্বের অন্তত ২০টি দেশের গণ্যমান্য ব্যক্তিদের ব্যক্তিগত নথি চালান হয়ে গিয়েছিল হ্যাকারদের জিম্মায়। স্পাইওয়্যার রুখতে সুরক্ষা বেষ্টনী মজবুত করার চেষ্টা করছে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত এই মেসেজিং অ্যাপ। তার মধ্যেও ফের গলদ ধরা পড়ল। নতুন স্পাইওয়্যারের হানাদারির কথা মেনে নিয়েছে ফেসবুক।

এই স্পাইওয়্যারটি আসছে বেশি করে ভিডিওতে। অ্যান্ড্রয়েড ও আইওএস সিস্টেমে সবচেয়ে বেশি হানা দিচ্ছে এই স্পাইওয়্যার। ফেসবুক জানিয়েছে, এই এমপি-৪ ভিডিও বিশেষ ভাবে বানাচ্ছে হ্যাকাররা। ডাউনলোড করার সময়েই ‘রিমোট কোড এক্সিকিউশন’ পদ্ধতিতে ম্যালওয়্যার ইনস্টল হয়ে যাবে মোবাইলে। যা এক লহমায় ফোনের যাবতীয় ডেটা পাচার করে দেবে হ্যাকারদের। সাইবার হানার এই পদ্ধতি পেগাসাসের মতোই ভয়ঙ্কর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই ম্যালওয়্যারকে বলা হচ্ছে CVE-2019-11931।
Blogger দ্বারা পরিচালিত.