শহরে অনুষ্ঠিত "Airtel Run for Education", অভিনব উদ্যোগে হাজির আট থেকে আশি


Odd বাংলা ডেস্ক: শহরে রবিবার অনুষ্ঠিত হল এয়ারটেল রান ফর এডুকেশন ৷ এবছর এই দৌড় সমারোহ ষষ্ঠ বর্ষে পা দিল ৷ রবিবার সল্ট লেক সিটি সেন্টার ১-এ ফ্ল্যাগ অফ হয় ম্যারাথনের। সারা দেশ জুড়ে প্রায় ৯০০০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই রেসে ৷ পাশাপাশি এবারের হাফ ম্যারাথনের পাশাপাশি ছিল বেশ কিছু বিশেষ প্রতিযোগীতা।  


এই দৌড় প্রতিযোগীতা ফ্ল্যাগ অফ করেন এয়ারটেলের সিইও সিদ্ধার্থ শর্মা। এদিনের প্রতিযোগীতার বিশেষ দিকটি ছিল এই যে তারা দৌড়ের পরে সেই স্থানে কোনো আবর্জনা পরে থাকতে দেন নি। তাদের একটি টিম এই আবর্জনাও পরিষ্কার করে দেন।

রেসের ছিল চারটি বিভাগ। ফান রান, ৫ কিমি ,১০ কিমি এবং ২১ কিমি।    
Blogger দ্বারা পরিচালিত.