এয়ারটেলের উদ্যোগে শহরে বিশেষ দৌড় প্রতিযোগীতা (VIDEO)


Odd বাংলা ডেস্ক: রবিবার অনুষ্ঠিত হল এয়ারটেল রান ফর এডুকেশন ৷ এবছর এই দৌড় সমারোহ ষষ্ঠ বর্ষে পা দিল ৷ রবিবার সল্ট লেক সিটি সেন্টার ১-এ ফ্ল্যাগ অফ হয় ম্যারাথনের। সারা দেশ জুড়ে প্রায় ৯০০০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই রেসে ৷ পাশাপাশি এবারের হাফ ম্যারাথনের পাশাপাশি ছিল বেশ কিছু বিশেষ প্রতিযোগীতা।

Blogger দ্বারা পরিচালিত.