অঞ্জনহীন বাগান, ফুটবলের ইতিহাসের এক অধ্যায় শেষ


Odd বাংলা ডেস্ক: দীর্ঘ ২৩ বছর ধরে মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷ শতাব্দী প্রাচীণ ক্লাবের ভাল-খারাপ, সব সময়েরই সাক্ষী অঞ্জনবাবু ৷ ১৯৯৫ সালে মোহনবাগান ক্লাবের প্রশাসনে আসেন। অর্থ সচিব হিসেবেই পথ চলা শুরু ৷ এরপর ২০১৮ সালে সচিব পদ থেকেই মোহনবাগান ক্লাবের প্রশাসক হিসেবে বিদায় নেন। ক্লাবের উন্নয়ন, আধুনিকীকরণের কাজে অঞ্জন মিত্রর ভূমিকা অপরিসীম ৷

কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে চলে গেলেন এই ব্যাক্তিত্ব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর ৷ রাত ৩: ১০ মিনিটে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় অঞ্জন মিত্রর ৷ 
Blogger দ্বারা পরিচালিত.