উপত্যকায় জঙ্গি নিকেশ করতে তৎপর কেন্দ্র, একযোগে কাজ করছে সেনার ৩ বাহিনি
Odd বাংলা ডেস্ক: জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের পর থেকে উপত্যকায় জঙ্গি হামলা দিনে দিনে আরও বেড়ে গিয়েছে। তবে এবার কাশ্মীরের বুক থেকে সন্ত্রাসবাদীদের নির্মূল করতে তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার। তাই এবার সন্ত্রাসবাদ নির্মূল করতে একসঙ্গে কাজ করবে সেনা বাহিনি, বায়ুসেনা এবং নৌবাহিনি। আর এই কাজের জন্য তিন বাহিনির দক্ষ অফিসারদের নিয়োগ করা হয়েছে বলে খবর।
দিনে দিনে জঙ্গিদের জন্য অশান্ত হয়ে উঠেছে উপত্যকার পরিবেশ। তবে দফায় দফায় একাধিক অভিযান চালিয়ে বেশ কয়েকজন জঙ্গিকে নিকেশ করে ফেলেছে সেনারা। তবে এবার উপত্যকা থেকে জঙ্গিদের পুরোপুরিভাবে নিধন করতে এই অভিনব উপায় নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার।
সেনার বিশেষ বাহিনি- কেন্দ্রের তরফে জঙ্গি দমনে সেনাবাহিনীর দক্ষ কোম্পানিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিশেষভাবে দক্ষ জওয়ানরা কাজ করবেন কাশ্মীরে। এঁরা জঙ্গি দমনে বিশেষ ভাবে দক্ষ। আর এর জন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয় তাদের। ইতিমধ্যেই শ্রীনগরে কাজ করতে শুরু করে দিয়েছে তারা।
বায়ুসেনা- ইতিমধ্যে বায়ুসেনার বিশেষ বাহিনীও কাজ করতে শুরু করেছে উপত্যকায়। কাশ্মীরের বিভিন্ন এলাকায় কাজ করছে এয়ারফোর্স গার্ড-এর স্পেশাল ফোর্স। সূত্রের খবর ইতিমধ্যেই বায়ুসেনার এই বিশেষ বাহিনী ৬ জঙ্গিকে খতম করে দিয়েছে। এঁদের নেতৃত্বে ছিলেন অশোক চক্র প্রাপ্ত বায়ুসেনা আধিকারিক কর্পোরাল জেপি নিরালা।
নৌসেনা- পাশাপাশি ময়দানে নেমেছে নৌসেনার বিশেষ বাহিনী। ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়ে কাজ করছে তারা। কাশ্মীরের ওয়ালুর হ্রদ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে নৌসেনার কমান্ডোরা। পাশাপাশি কচ্ছ এলাকাতেও বিশেষ দক্ষ নৌসেনা অফিসারদের মোতায়েন করা হয়েছে।
Post a Comment