পঙ্গপালের উৎপাতে অতিষ্ট পাকিস্তানের মানুষ, 'বিরিয়ানির সঙ্গে খেয়ে নিন'- বললেন পাক মন্ত্রী


Odd বাংলা ডেস্ক: বিরিয়ানির নাম শুনলেন অথচ আপনার জিভে জল এল না- নাহ্ তাহলে আর যাই হোক আপনাকে মোটেই খাদ্য রসিক বলা চলে না। সাদা-হলুদ চালের মিশেল, সেইসঙ্গে একটুকরো আলু আর একটা লেগ পিস- ব্যাস- এইভাবেই আপনার পাতে নেমে আসতে পারে এক টুকরো স্বর্গ। কিন্তু তার সঙ্গে কেউ যদি বলে ২০-২৫টি পঙ্গপাল মিশিয়ে খেতে, তাহলে কেমন লাগবে আপনার? 

ইতিমধ্যেই নিশ্চয় গা-টা গুলিয়ে উঠল আপনার! কিন্তু সম্প্রতি এমনই পরামর্শ দিয়েছেন পাকিস্তানের এক মন্ত্রী। পাকিস্তানের করাচিতে সম্প্রতি বেড়েছে পঙ্গপালের উপদ্রব। লোকালয়ে থিকথিক করছে পঙ্গপাল। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে পঙ্গপালের জেরে আকাশ প্রায় ঢেকে যাওয়ার জোগাড় হয়েছে। আর এই নিয়ে অভিযোগও জানিয়েছেন সাধারণ মানুষ। আর এই সমস্যার সমাধান বাতলাতে গিয়ে সিন্ধ-এর কৃষিমন্ত্রী ইসমাইল রাহু বলেছেন, পঙ্গপালগুলি বিরিয়ানির সঙ্গে যেন খেয়ে নেয় তারা।



রাহুর এই মন্তব্য নিমেষেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদও জানিয়েছেন। 
Blogger দ্বারা পরিচালিত.