প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে সড়ক, ভয়াল বন্যার স্মৃতি কাটিয়ে নজির গড়ল অসম
Odd বাংলা ডেস্ক: প্লাস্টিক দূষণের হাত থেকে বিশ্বকে বাঁচাতে সোচ্চার হয়েছে সারা পৃথিবী। আমাদের দেশেও প্লাস্টিক দূষণম রোধে সরকারের তরফে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচী। তবে এবার প্লাস্টিক বর্জ্য পুনরায় ব্যবহার করে রাস্তা তৈরি করে প্রথম জেলা হিসাবে উঠে এল অসমের গোয়ালপাড়া।
বিভিন্ন সবুজ প্রযুক্তি ব্যবহার করে মোট ৫৬৫ কিলোমিটার রাস্তার মধ্যে ২৩৭.৬৫২ কিলোমিটার পথ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে এই রাস্তা নির্মাণের কাজ চলছে। এই রাস্তা তৈরি হলে জেলায় মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে জানা গিয়েছে।
On the road to prosperity! #AspirationalDistrict Goalpara is adopting #sustainable resources like plastic waste & geogrids for construction of roads, which has reduced their dependence on natural resources.— NITI Aayog (@NITIAayog) November 2, 2019
A revolutionary step towards adopting green technologies. pic.twitter.com/WeIVol09a0
গত বছর থেকে এখনও পর্যন্ত সড়ক তৈরির যতটুকু কাজ হয়েছে, তাতে প্রায় ৩৭,২৬০ কেজি প্লাস্টিক বর্জ্য ব্যবহার করা হয়েছে। বাকি অংশ সম্পূর্ণ করার জন্য এখনও প্রায় ২৫,০০০ কিলো প্লাস্টিক বর্জ্যের প্রয়োজন।
Post a Comment