আগামী ২০শে ডিসেম্বরই পৃথিবীতে আছড়ে পড়তে পারে বিরাট উল্কা, গোপনে বৈঠক NASA-র



Odd বাংলা ডেস্ক: প্রতিদিন হাজার হাজার উল্কাপিন্ড পৃখিবীর দিকে ধেয়ে আসে। বায়ুমন্ডলে প্রবেশের পর সেগুলো ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু এই উল্কা পিন্ডটি নাকি আকারে খুবই বড়ো। প্রায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আকারের। যা নিয়ে এখন চিন্তায় NASA। এই উল্কা পিন্ডর নামকরণ করা হয়েছে 216258 2006 WH1। বর্তমানে এর গতিবেগ ঘন্টায় ৪৩,২০০ কিলোমিটার। নাসার হিসেব মতো বড়োদিন বা ক্রিশমাসের ঠিক ৫ দিন আগেই এটা পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করতে পারে। এবং পৃথিবীর ভূপৃষ্ঠে আঘাত হানারও যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
বর্তমানে এটা পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৪৩,২০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, Image Source: NASA

ইতিমধ্যেই এই নিয়ে আলাপ আলোচনা চলছে নাসার তরফে। বিজ্ঞানী মহলে বলা হচ্ছে এই ধরনের ঘটনা প্রায় ১ লাখ বছরে একবার হয়ে থাকে। যদিও উল্কার ঠিক কতটা পরিমান পৃথিবীতে আছড়ে পড়বে সেই নিয়ে রয়েছে বিতর্ক। তবে আবহবীদদের একাংশ মনে করছে এটা যদি পৃথিবীতে আছড়ে নাও পড়ে তবুও এর বায়ুমন্ডলে প্রবেশের কারনে জলবায়ুতে পড়তে পারে প্রভাব। 

সূত্র: www.express.co.uk     
Blogger দ্বারা পরিচালিত.