তোমরা করলে গুটখা বন্ধ, এদিকে টোটোদের আর ভাত জুটছে না
Odd বাংলা ডেস্ক: একেই বোধহয় বলে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। রাজ্যে গুটখা হয়েছে নিষিদ্ধ। আর তার কোপ গিয়ে পড়েছে উত্তরবঙ্গের টোটো জনজাতির ওপর ।
গুটখা বন্ধ হয়ে যাওয়ায় আর সুপারি কিনতে চাইছেন না ব্যবসায়ীরা। ফলে মাথায় হাত পড়েছে টোটো সম্প্রদায়ের বহু পরিবারের। গুটখার উৎপাদন কমে যাওয়ায় তাঁদের আয়ও কমেছে। টোটোপাড়ার বাসিন্দা ভবেশ টোটো বলেন, “টোটোপাড়ার প্রত্যেক পরিবারের তিন থেকে চার বিঘা করে সুপারির বাগান রয়েছে। সেই সুপারির বাগানের সুপারি বিক্রি করে প্রতি বছরই আমরা হাতে পেতাম থোক টাকা। এখন তামাকজাত দ্রব্য নিষিদ্ধ হওয়ার পর থেকে কেউই সুপারি কিনতে চাইছে না। গাছের সুপারির দামই করতে চাইছেন না সুপারির পাইকাররা। অনেকে সুপারি বিক্রি করবে বলে মহাজনদের কাছ থেকে অগ্রিম নিয়ে রেখেছেন। কিন্তু সুপারি বিক্রি হচ্ছে না। এর ফলে টোটোপাড়ার অন্যতম রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। বিষয়টি প্রশাসনের দেখা উচিত।” বিষয়টি শুনে আলিপুরদুয়ার জেলা অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগের জেলা আধিকারিক বলেন, “টোটো সম্প্রদায় থেকে এই অসুবিধার কথা সন্মিলিত ভাবে আমাদের জানালে আমরা ব্যাবস্থা নিতে পারব। শুধু অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগই নয়, কৃষি, শিল্প, মৎস্য এমনকি প্রাণীসম্পদ উন্নয়ন বিভাগ থেকেও নানা ধরনের কাজ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে।”
Post a Comment