হায় রে মানুষ! মেরে ফেললো ভারতে আসা হাজারো পরিযায়ী পাখিকে
Odd বাংলা ডেস্ক: লেক থেকে ১২-১৩ কিলোমিটারের মধ্যে এই পাখিগুলিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। প্রতিবছরই অক্টোবরের শেষ দিকে সাইবেরিয়া থেকে পরিযায়ী পাখিদের ঝাঁক আসতে শুরু করে রাজস্থানের এই লেকে। যার মধ্যে অধিকাংশটাই ফ্লেমিঙ্গো। জানা গিয়েছে মৃত পাখিগুলির মধ্যে রয়েছে কুট, ব্ল্যাক উইংড, স্টিল্ট, নর্দার্ন শোভেলার্স, রুডি শেলডাকের মতো পাখি। একটি মেডিক্যাল টিম গিয়ে মৃত পাখিগুলিকে সংগ্রহ করার পর পরীক্ষার জন্য ভোপালে পাঠিয়েছে। বন অধিকর্তা রাজেন্দ্র জখর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “কয়েকদিন আগে ওই এলাকায় শিলাবৃষ্টি হয়েছিল। সেই কারণেও এই পাখিগুলির মৃত্যু হতে পারে।” অশোক রাও নামের এক প্রাণী চিকিৎসক জানিয়েছেন, “অনেক সময়ে পরিযায়ী পাখিদের মধ্যে বার্ড ফ্লুর প্রবণতা থাকে। সেই কারনেও মৃত্যু হতে পারে।” প্রশাসনের কর্তাদের বক্তব্য, গোটা ঘটনায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ করা হচ্ছে। যে পরীক্ষাগারে পাখিগুলির দেহ পরীক্ষা করা হয়েছে তার অধিকর্তা সঞ্জয় শর্মা বলেন, “কী কারণে মৃত্যু আগে সেটা জানতে হবে। সেটা না করতে পারলে প্রয়োজনীয় পদক্ষেপ করাও সম্ভব হবে না।”
Post a Comment