Odd বাংলা ডেস্ক:রবিবার রাতে লাতেহার সদর থানাধীন রিচুগুটার কেদালি বনে মাওবাদীরা বিস্ফোরণ ঘটায়। বনের মধ্যে বিস্ফোরণের প্রতিধ্বনি শোনা যায় আড়াই কিমি দূর থেকে। গ্রামবাসীরা জানান, বিস্ফোরণের সময় তাদের বাড়ির দরজা কেঁপে ওঠে । বিস্ফোরণের ফলে কয়েকটি গবাদি পশুও মারা গেছে।
Post a Comment