মেয়ে দিলেই হবে, ১১ লক্ষ পণকে 'না' বিএসএফ জওয়ানের
Odd বাংলা ডেস্ক: আজকের দিনে পণ নেওয়া আইনত অপরাধ হলেও আজও রমরমিয়ে চলে পণ দেওয়া-নেওয়া। কিন্তু সেই যুগে দাঁড়িয়ে ও এক বিএসএফ জওয়ান যা করলেন তাতে তাঁকে কুর্নিশ জানিয়েছেন সাড়া দেশ। পণের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন রাজস্থান নিবাসী বিএসএফ কনস্টেবল জিতেন্দ্র সিং। তাঁর বিয়েতে মেয়ের বাড়ি থেকে ১১ লক্ষ টাকা পণ হিসাবে দেওয়া হয়েছিল। কিন্তু বিয়েতে পণ নেওয়ার ক্ষেত্রে একেবারেই রাজি নন তিনি। মেয়ের বাড়ির তরফে মনে করা হয়েছিল যে, তাঁরা তাঁদের সামর্থ্য মতো যা দিয়েছে তা পেয়ে হয়তো খুশি হননি বরপক্ষ। কিন্তু তার পর যা হল তাতে চোখে জল চলে এসেছে কনেপক্ষর।
কনের বাবা ৫৯ বছরের গোবিন্দ শেখওয়াত জানিয়েছিলেন, যখন পাত্র বলেছিলেন যে, তাঁরা টাকা চান না, তখন তিনি ভেবেছিলেন যে, পাত্রপক্ষ হয়তো আরও কিছু দাবি করছেন এবং তাঁরা এই আয়োজনে হয়তো খুশি নন। পরে তাঁরা বুঝতে পারেন যে পাত্র এবং তাঁর পরিবার এই অর্থ দেওয়ার ঘোর বিরোধী। এ বিষয়ে পাত্র জিতেন্দ্র সিং বলেন যে, যখনই তিনি জানতে পেরেছেন যে, তাঁর স্ত্রী এলএলবি এবং এলএলএম করেছেন তখন তিনি ভেবেছিলেন এটাই তাঁর এবং তাঁর পরিবারের জন্য যথেষ্ট। সেইদিনই তিনি মনস্থির করে নিয়েছিলেন যে, আর যাই হোক বিয়েতে পণ তিনি নেবেন না।
Post a Comment