কাঁপছে বহুতল বাড়ির কাঁচের জানলা, কলকাতায় আছড়ে পড়ল বুলবুল
Odd বাংলা ডেস্ক: শনিবার সন্ধ্যাতেই আছড়ে পড়ার সম্ভাবনা ছিল বলে জানিয়েছিল হাওয়া অফিস। দুর্যোগ এড়াতে সোমবারও রাজ্যের সাত জেলায় সমস্ত সরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছুটির মেয়াদ বাড়ানো হবে কিনা পরবর্তী পরিস্থিতির উপর নজর রেখে তা ঠিক করা হবে বলে জানানো হয়েছে। এদিকে শনিবার রাত ৯টা নাগাদ আছড়ে পড়ল বুলবুল। বালিগঞ্জে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বুলবুলের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে সাগর, ধবলাহাট, শিবপুর, সাগর ব্লকের চেমাগুড়ি, মৌসুনি, বকখালি এবং ফ্রেজারগঞ্জ এলাকায়। সন্ধে ৬টা থেকে ৮টার মধ্যে ঘূর্ণিঝড় বুলবুল আছড়ে পড়ার কথা সাগর, ধবলাহাট, শিবপুর, সাগর ব্লকের চেমাগুড়ি, মৌসুনি এইসব এলাকায়।
Post a Comment