প্রবল গতি সঞ্চার করল বুলবুল, শনিবার সন্ধ্যায় আছড়ে পড়তে পারে সাগরদ্বীপের কাছে


Odd বাংলা ডেস্ক: আশঙ্কা ছিলই, আর সেইমতোই আরও বেশি শক্তি সঞ্চার করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। আবহবিদদের পূর্বাভাস শনিবার সন্ধেয় তা আছড়ে পড়তে পারে সাগরদ্বীপেপ কাছে। এই ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। বুলবুলের গতিপথ কিন্তু বোঝা দায়। কারণ ক্রমশই গতিপথ পরিবর্তন করছে বুলবুল। বর্তমানে এর অবস্থান বঙ্গোপসাগরের ওপর। 

প্রসঙ্গত, শনিবার ভোরবেলা থেকেই ঝড়ো হাওয়াসহ শহরে হয়ে চলেছে লাগাতার বৃষ্টিপাত। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফ থেকে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম, রয়েছে হেল্পলাইন নম্বরও। পাশাপাশি উপকূলবর্তী এলাকায় চলছে কড়া নজরদারি। শনিবার মাঝরাত নাগাদ ভারত-বাংলাদেশের মধ্যবর্তী স্থানে আছড়ে পড়ার কথা রয়েছে ঘূর্ণিঝড় বুলবুল।

পরিস্থিতির মোকাবিলায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে সুন্দরবনে। সেইসঙ্গে কাকদ্বীপ, নামখানা, সাগরদ্বীপ-এ শুক্রবার থেকেই দুর্যোগ মোকাবিলা করতে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। দীঘা থেকেও পর্যটকদের সরিয়ে নিয়ে আসা হয়েছে। প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় মৎসজীবীদের সমুদ্রে যাওয়া র ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.