লাদাখ-এর উন্নয়নকল্পে ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার


Odd বাংলা ডেস্ক: কেন্দ্রশাসিত অঞ্চলে লাদাখ-এর উন্নয়নের জন্য ৫০ হাজার কোটি টারা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এদিন এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লাদাখের জন্য বিশেষ শীত-গ্রেডের ডিজেল উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ভারত সরকারের তরফে সৌর শক্তি, শিক্ষা ও পর্যটন-সহ বেশকিছু উন্নয়নমুলক প্রকল্পের জন্য ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 

তিনি আরও বলেন, লাদাখের বিশেষ উন্নতিকল্পে কেন্দ্রের তরফে এই বিশেষ বাজেট অনুমোদন করা হয়েছে। স্থানীয় প্রশাসন যাতে প্রয়োজন মতো এই অর্থ ব্যবহার করতে পারে সেদিকে লক্ষ্য রাখা হবে। এদিন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে একটি বিশেষ শীত-গ্রেড ডিজেল-এর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

একটি বিবৃতিতে জানানো হয়েছে, লাদাখ, কার্গিল, কাজা এবং কাইলং-এর মতো উঁচু এলাকায় গাড়ি চালানোর সময়ে শীতের দিনে তাপমাত্রা হিমাঙ্কের নীচে অর্থাত মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার কারণে জ্বালানী জমে কঠিন হয়ে যায়। আর তা থেকে বাঁচতেই এই শীতকালীন গ্রেড ডিজেল ব্যবহার করা হবে। 
Blogger দ্বারা পরিচালিত.