শপথ নিলেন প্রধান বিচারপতি বোবদে


Odd বাংলা ডেস্ক:প্রধান বিচারপতি বোবদের কার্যকালের মেয়াদ ১৭ মাস। তিনি ২০২১ সালের ২৩ এপ্রিল অবসর নেবেন। এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চের সদস্য হিসাবে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। অযোধ্যায় রামমন্দির নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের যে বেঞ্চ ঐতিহাসিক রায় দেয়, তিনি তার সদস্য ছিলেন। ২০১৭ সালে তৎকালীন প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন এক বেঞ্চেরও সদস্য ছিলেন তিনি। সেই বেঞ্চ রায় দেয়, সংবিধানে ব্যক্তির গোপনীয়তার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে একসময় যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। তিন সদস্যের এক ইন হাউস প্যানেল তাঁকে নির্দোষ ঘোষণা করে। সেই প্যানেলেরও সদস্য ছিলেন বিচারপতি বোবদে। অপর দুই সদস্য ছিলেন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি ইন্দু মলহোত্র।
Blogger দ্বারা পরিচালিত.