তৈরি হয়ে গেছে ফ্ল্যাট, কিন্তু কেউ নিল না চাবি


রাজ্য ডেস্ক: ছিটমহল বিনিময়ের সময় পরিবার প্রতি নাকি ৪ লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল। সঙ্গে বলা হয়েছিল দেওয়া হবে গবাদি পশু। কিন্তু সেসব কিছুই দেওয়া হল না। ছিটমহলবাসীর পুনর্বাসনের জন্য দেওয়া কোনও প্রতিশ্রুতি রাখেনি রাজ্য সরকার। আর এই অভিযোগ তুলেই ফ্ল্যাটের চাবি নেওয়ার অনুষ্ঠান বয়কট করলেন সাবেক ছিটের বাসিন্দারা। ২০১৫ সালে ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশের ভেতরে থাকা ভারতীয় সাবেক ছিট থেকে ৯৬ টি পরিবার হলদিবাড়িতে আসে। এতদিন কৃষি ফার্মের অস্থায়ী শিবিরে রাখা হয়েছিল তাঁদের। গত শনিবার ফ্ল্যাট বিলির জন্য লটারি করতে হলদিবাড়ি সীমান্ত ভবনে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান-সহ অন্যান্যরা। মঙ্গলবার, ফ্ল্যাটের চাবি বিলির জ‌ন্য একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠান বয়কট করেন ৯৬টি পরিবারে্র সমস্ত সদস্য। 
Blogger দ্বারা পরিচালিত.