তথ্যের অধিকার আইনের আওতায় প্রধান বিচারপতিও, ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট
Odd বাংলা ডেস্ক: এবার থেকে প্রধান বিচারপতিও আরটিআই তথা তথ্যের অধিকার আইনের আওতায় পড়বেন। এদিন এক সমাজকর্মীর করা মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ-এর তরফে এই রায় শুনিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, এর আগে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছিলেন, স্বচ্ছতা বজায় রাখার জন্য বিচার ব্যবস্থার গোপনীয়তাকে প্রকাশ্যে আনা ঠিক নয়। তাই গোড়া থেকেই সকলের আগ্রহ বাড়ছিল এই রায় নিয়ে। তাই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে থাকা ডিভিশন বেঞ্চের তরফে কী রায় প্রদান করা হবে সেই নিয়ে কৌতুহলও বাড়ছিল। তবে অবশেষে দিল্লি হাইকোর্টের রায়তেই সম্মতি জানাল সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, ২০১০ সালের ১০ জানুয়ারি এই মামলার ঐতিহাসিক রায়দান করেছিল দিল্লি হাইকোর্ট। যেখানে বলা হয়েছিল প্রধান বিচারপতিও তথ্যের অধিকার আইনের আওতায় পড়েন। কারণ বিচারের স্বাধীনতা কখনওই বিচারকের ব্যক্তিগত নয়। তাঁর উপরে দায়িত্ব দেওয়া হয়ে থাকে। সেবার দিল্লি হাইকোর্টের তিন বিচাপপতির বেঞ্চে রায়দান হয়েছিল। স্বভাবতই সুপ্রিম কোর্টের এই রায় বিচার পদ্ধতি আরও বেশি স্বচ্ছতা আনবে বলে মনে করা হচ্ছে।
Post a Comment