অফিসে সিগারেট না খেয়ে সেই সময়টি কাজে লাগালে, পাওয়া যাবে অতিরিক্ত ৬দিন ছুটি
Odd বাংলা ডেস্ক: কাজের ফাঁকে নিজেকে চার্জ-আপ করতে অনেকেই ধূমপান করেন। সরকারি হোক বা বেসরকারি দফতর কাজের ফাঁকে সিগারেট বিরতি সকলেই নিয়ে থাকেন। তবে যাঁরা ধূমপান করেন না তাঁদের জন্য জাপানের একটি সংস্থা নিয়ে এসেছে এক অভিনব সুযোগ।
যারা ধূমপান করেন না বা ধূমপান করার জন্য যাঁরা অফিসে কাজের ব্যঘাত ঘটান না, তাদের জন্য বার্ষিক অতিরিক্ত ৬দিন ছুটি প্রদান করবে জাপানের টোকিওর একটি বিপণন সংস্থা পাইলা ইনক। কেন নেওয়া হল এমন সিদ্ধান্ত? ওই অফিসের ধূমপায়ী নন এমন কর্মীরা অভিযোগ জানিয়েছেন যে, যাঁরা ধূমপান করেন তাঁদের থেকে অনেক বেশি সময় ধরে কাজ করেন তাঁরা। এরপর কোম্পানীর কর্তৃপক্ষ জানিয়েছেন, এর জন্য জরিমানা বা জোর করে এই ধূমপানের অভ্যাস বন্ধ করার পরিবর্তে অন্যরকম উপায়ে ধূমপান ছাড়ানোর কথায় মাথায় এসেছে তাদের।
তাই তারা নিয়ম করেন যে, যাঁরা ধূমপান করেন না তাঁদের বছরে অতিরিক্ত ৬দিন ছুটি দেওয়া হবে। কোম্পানির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কোম্পানির ১২০ জন কর্মচারীদের মধ্যে ৩০জন এই অতিরিক্ত ছুটি পেয়েছেন, শুধু তাই নয় এই নিয়ম চালু হওয়ার পর থেকে ৪জন কর্মচারী ধূমপান ছেড়ে দিয়েছেন বলে খবর।
Post a Comment