Jharkhand Election 2019: ইস্তেহার প্রকাশ কংগ্রেসের! অনেক স্বপ্ন দেখাচ্ছে বিরোধীরা


Odd বাংলা ডেস্ক: কংগ্রেস এবারের নির্বাচনে লড়াই করছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং লালুপ্রসাদ যাদবের আরজেডিকে সঙ্গে করে। কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রীর মুখ হলেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এবারের ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনে ৮১ টি আসনের মধ্যে কংগ্রেস লড়াই করছে ৩১ টি আসনে। আরজেডি লড়াই করছে সাতটি আসনে। আর জেএমএম লড়াই করছে ৪৩ টি আসনে। ইস্তেহারে কংগ্রেসের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে, যুবকদের বেকার ভাতা, ছয়মাসের মধ্যে সরকারি চাকরিতে ফাঁকা থাকা পদ পূরণ, রাঁচি, জামশেদপুর, ধানবাদে মেট্রো, পেট্রোল ও ডিজেলে ভ্যাটের পরিমাণ হ্রাস, সরকারি বাসে মহিলাদের নিখরচায় ভ্রমণ, স্কুলের ছাত্রীদের বিনা পয়সায় সাইকেল।


Blogger দ্বারা পরিচালিত.