'ছোট থেকে মাছ-মাংখ খেলে আমরা মানুষ-খেকো হতে পারি', মন্তব্য বিজেপি নেতার
Odd বাংলা ডেস্ক: 'যদি আমরা শৈশব থেকেই মাছ-মাংস খাওয়া অভ্যেস করি, তাহলে একসময়ে গিয়ে আমরা মানুষ খেকো হয়ে উঠতে পারি'- এমনই মন্তব্য করে বসলেন বিজেপি নেতা গোপাল ভারগভা। এদিন তিনি শিশুদের মিড-ডে মিলে ডিম দেওয়ার প্রসঙ্গ তুলে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে সমালোচনাও করেছেন।
এদিন সাংবাদিকদের সামনে তিনি বলেন, সনাতন সংস্কৃতিতে আমিষ ভক্ষণ নিষিদ্ধ। যদি ছোট বেলা থেকে কেউ মাছ-মাংস খাওয়ার অভ্যেস শুরু করে তাহলে তারা মানুষ-খেকো হয়ে উঠতে পারে। তিনি আরও বলেন এমন অপুষ্ট সরকারের কাছ থেকে আর কীই বা আশা করা যায়। তারা শিশুদের দুপুরের খাবারে ডিম দেয়। এমনকী যারা চায় না তাদেরও দেওয়া হয়। মানুষকে কোনওকিছু খেতে জোর করা যায় না।
বিরোধীদের অভিযোগের জবাবে তিনি বলেন, ডিম নিরামিষভোজীদের খাবার নয়। তবে চিকিৎসকরা যদি বলেন যে ডিম শিশুদের স্বাস্থ্যের পক্ষে ভাল, তাহলে ভাল। তবে ডিম নিরামিষভোজীদের খাদ্য তালিকায় পড়ে না। এই মন্তব্য করে যথেষ্ট বিপাকে পড়েছেন এই বিজেপি নেতা।
Post a Comment