ওয়েডিং ফটোশ্যুট- আদতে চমকপ্রদ মনে হলেও এর নেপথ্যে লুকিয়ে আছে গভীর যন্ত্রণা!
Odd বাংলা ডেস্ক: আজকালকার দিনে অনেকেই ওয়েডিং ফটোশ্যুটে বিশেষভাবে নজর দেন। কারণ জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটি কিন্তু আপনার মনের মণিকোঠায় সতেজ হয়ে থাকবে কেবলমাত্র এইসব ছবিগুলির মাধ্যমেই। তাই আজকের দিনে বিভিন্ন কনসেপ্ট ফটোগ্রাফির চল ভীষণভাবেই চোখে পড়ে।
কেউ ছবি তোলেন মন ভোলানো উপত্যকায়, কেউ বা ভালবাসেন পাহাড়ের কোলে নিজেদের ভালবাসা উজাড় করে দিতে। তেমনই টিম এবং বেখা বাকলিও চেয়েছিলেন সমুদ্রের তটে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত ধরে রাখতে। কিন্তু সমুদ্রে নামার পরেই যা হল। নানা ভয় পাওয়ার কিছু নেই। এই দম্পতি বিচ-ফটোশ্যুটের জন্য বেছে নিয়েছিলেন হাওয়াই। পরিকল্পনা ছিল, যে পোশাক পরে তাঁরা বিয়ে করেছিলেন, সেই পোশাক পরেই করবেন ফটোশ্যুট। আর সেইমতো জলে নেমেই ঘেঁটে গেল গোটা বিষয়টি। সমুদ্রে সেইসময়ে এসেছিল জোয়ার। জোয়ারের ঢেউয়ের মাঝে দাঁড়িয়ে তাঁরা যতবারই পোজ দেওয়ার চেষ্টা করছেন ততবারই দিক ওদিক উল্টে পরে যাচ্ছেন। আর এসবের মাঝে তাঁদের শখের বিয়ের পোশাকও লেগে গিয়েছে নোনা জলের দাগ। যদিও সেই দাগ তুলতে সেরা ড্রাই ক্লিনারের সাহায্য নিয়েছেন তাঁরা।
দেখুন তাঁদের সেইসব মজার ছবি, এখন নেটদুনিয়ায় ভাইরাল-
Image Source- imgur.com |
Image Source- imgur.com |
Image Source- imgur.com |
Post a Comment