প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে কুমন্তব্য, গ্রেফতারের পর অদ্ভুত শর্তে জামিন পেল যুবক


Odd বাংলা ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় নেতা-মন্ত্রীদের হেয় করা যেন একটা স্বভাবে পরিণত হয়েছে। যেকোনও বিষয়ে নেতা-মন্ত্রীদের নামে কুৎসা রটানো নিয়ে নানাসময়ে প্রশাসনের তরফে বিভিন্ন সময়ে নান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

ঠিক তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন কন্যাকুমারির জাবিন চার্লস নামে একজন। আর সেই অপরাধে তাঁকে গ্রেফতার করা হয় এবং তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৫০৫ (২) এবং আইটি আইনের ৬৭ খ- ধারায় অভিযোগ দায়ের করা হয়। 

তাঁর জামিনের আর্জি কেবল একটি শর্তের ভিত্তিতেই গ্রাহ্য হবে বলে জানিয়ে দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। মাদ্রাজ হাইকোর্টের শর্ত মোতাবেক ওই ব্যক্তিকে এক বছরের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করা ফেসবুর পোস্টের জন্য আগাম জামিন মঞ্জুরের জন্য এই শর্তই আরোপ করেছে মাদ্রাজ হাইকোর্ট। 
Blogger দ্বারা পরিচালিত.