এবার শীতের হাত থেকে বাঁচতে গরুরা পরবে কোট, তেমনই ব্যবস্থা করল পৌরসভা...


Odd বাংলা ডেস্ক: এই শীতের হাত থেকে গরুদের প্রাণ বাঁচাতে অযোধ্যা পৌরসভার তরফে শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা গরুদের পাটের তৈরি জ্যাকেট কেনার পরামর্শ দেওয়া হয়েছে। অযোধ্যার নিগম নগর কমিশনার নিরজ শুক্লা জানিয়েছেন, গরুর জ্যাকেট তৈরির কাজ এখনও চলছে। আর এই স্কিমটি তিন-চার ধাপে কার্যকর করা হবে। 

প্রকল্পটি প্রথম শুরু করা হয়েছে, বইসিংপুর গো-আশ্রয় থেকে, যেখানে প্রায় ১,২০০ গবাদি পশু রয়েছে, যার মধ্যে ৭০০টি ষাঁড় এবং বাকি গরু ও বাছুর রয়েছে। প্রথমে ১০০টি বাছুরের জন্য কোটের অর্ডার দেওয়া হয়েছে। নভেম্বরের শেষেই কোটগুলির ডেলিভারি দেওয়া হবে। কোট প্রতি দাম পড়ছে ২৫০ থেকে ৩০০ টাকা মতো। আরও জানা গিয়েছে যে, বাছুরের জন্য তিন স্তরের পোশাক প্রস্তুত করা হচ্ছে। বাছুরের জন্য পাটের বদলে নরম কাপড় ব্যবহারের জন্য বলা হয়েছে, যাতে তাদের দেহের উষ্ণতা বজায় থাকে।

কমিশনার আরও জানিয়েছেন, গরু ও ষাঁড়ের জন্য কোটগুলির আলাদা আলাদা নকশা থাকবে। ষাঁড়গুলির জন্য তৈরি কোটে কেবল পাটের তৈরি স্তর থাকবে, এবং গরুর জন্য তৈরি কোটে দুটি স্তর থাকবে। তিনি আরও জানিয়েছেন, চরম ঠান্ডার হাত থেকে গবাদি পশুগুলিকে বাঁচানোর জন্য গরুর আশ্রয়স্থলটিতে বনফায়ারেরও ব্যবস্থা করা হবে। পাশপাশি মেঝেতে খড় বিছিয়েও রাখা হবে, যাতে করে তারা যদি বসতে চায় তাহলেও তাদের ঠান্ডা লাগবে না। 

মেয়র ঋষিকেশ উপাধ্যায় জানিয়েছেন, 'গরুর সেবা করার প্রতিই আমাদের বিশেষ মনোযোগ। পাশাপশি আমরা অন্যান্য গরুর আশ্রয়কেন্দ্রেরও বিকাশসাঝন করছি যাতে করে সেগুলিকে রাজ্যের মধ্যে সেরা করে তোলা যায়। 
Blogger দ্বারা পরিচালিত.