ফণীর স্মৃতি উস্কে দিতে মারাত্মক শক্তি সঞ্চার করে আসছে ঘূর্ণিঝড় 'বুলবুল'


Odd বাংলা ডেস্ক: আসছে ঘূর্ণিঝড় বুলবুল। যার জেরে ওড়িশায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। ওড়িশায় উপকূলবর্তী এলাকা অত্যন্ত প্রাকৃতিক বিপর্যয়প্রবণ। খবই স্বল্প সময়ের ব্যবধানে ওড়িশার সমুদ্র উপকূলে প্রচুর ঝড় ও ঘূর্ণিঝড় হয়ে থাকে।

প্রসঙ্গত ১৯৯৯ সালের সুপার সাইক্লোন প্রায় কয়েক হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। ২০১৩ সালের ফাইলিন, ২০১৮-র তিতলি এবং চলতি বছরের মে মাসে ঘূর্ণিঝড় ফনীর কারণে ওড়িশায় ব্যপক ক্ষতক্ষতির বিষয়টি প্রকাশ্যে এসেছিল। আর এবার ঘূর্ণিঝড় বুলবুলের আসার কথায় কার্যত চাপের মুখে সেখানকার সাধারণ মানুষ। 

প্রসঙ্গত কলকাতা থেকে ৯০০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় বুলবুল৷ জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়াবে বুলবুল৷ ওড়িশার পাশাপাশি ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলেও৷ সেকারণে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা নিয়ে এখনও কার্যত ধন্দে আবহাওয়াবিদরা৷

তবে বুলবুলের প্রভাবে পশ্চিমবঙ্গে আবহাওয়ার বদল ঘটবে বলে জানা গিয়েছে৷ বুলবুলের প্রভাবে দুই ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ সেইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও৷ 
Blogger দ্বারা পরিচালিত.