প্রবল গতি সঞ্চয় করে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'রীতা', ক্ষয়ক্ষতির আশঙ্কা কতটা, জেনে নিন
Odd বাংলা ডেস্ক: ঘূর্ণিঝড়ের কথা জানতে পারলেই সাধারণ মানুষের মন রীতিমতো আতঙ্কের প্রহর গুনতে শুরু করে। সাম্প্রতিককালে একের পর এক ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দেশ-বিদেশে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষত সমুদ্রতীরবর্তী অঞ্চলে এই ঘূর্ণিঝড় স্বাভাবিকের থেকে অনেকটা বেশি শক্তি সঞ্চয় করে থাকে। সেইরকমই প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী এলাকায় এবার প্রবল শক্তি সঞ্চয় করে নিয়ে আসছে ঘূর্ণিঝড় রীতা।
নিউজিল্যান্ডের আবহাওয়া দফতরের তরফে এই সাইক্লোনের গতিবিধির ওপর নজর রাখছে৷ এই ঝড়টি তৈরি হয়েছে নিউজিল্যান্ডের খুব কাছে। তবে নিউজিল্যান্ডের পাশে উচ্চচাপ বলয় থাকার জন্য সাইক্লোনটি মারাত্মক হলেও তাতে দেশের খুব বড় কোনও ক্ষতি হবে না বলেই মনে করছেন আবহবিদরা৷ এই উচ্চচাপ বলয়ের জন্যই ঝড়ের গতিপথ ঘুরে যাবে ভানুয়াতুতে। যার ফলে সেখানে প্রবল বৃষ্টিপান হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, প্রতি বছরই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় নিউজিল্যান্ড। তবে এবার উচ্চচাপ বলয়ের অবস্থানের জন্য নিউজিল্যান্ডে না হলেও ঘূর্ণিঝড় রীতার ব্যপারে সতর্কতা জারি করেছে ফিজির আবহাওয়া দফতর। বর্তমানে এই ঘূর্ণিঝড় ক্যাটাগরি টু-তে অবস্থান করছে, তবে খুব শীঘ্রই এই ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি ওয়ান ট্রপিক্যাল সাইক্লোনে রূপান্তরিত হতে চলেছে।
Post a Comment