অর্ধেক চিকিৎসক নিয়েই চলছে দার্জিলিং জেলা হাসপাতাল


রাজ্য ডেস্ক: দার্জিলিং জেলা হাসপাতালে খাতায়-কলমে বর্তমানে মোট চিকিত্সকের সংখ্যা ৪২। এখানে অনুমোদিত পদ রয়েছে ৬২টি। অন্যদিকে, শিলিগুড়ি জেলা হাসপাতালে বর্তমানে ৬২ জন চিকিত্সক রয়েছেন। এখানে এখনও চিকিত্সকের ২০টি পদ ফাঁকা রয়েছে। শিলিগুড়ি জেলা হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৫০০ রোগী চিকিত্সার জন্য আসেন। অন্তর্বিভাগে ৩৫০-৩৬০ জন করে রোগী ভরতি থেকে চিকিত্সা নেন। উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ এই হাসপাতালে এখনও মনোরোগ বিশেষজ্ঞ নেই, প্রসূতি বিভাগেও চিকিত্সকের অভাব রয়েছে। মেডিসিন বিভাগে তিনজন চিকিত্সক থাকলেও তাঁদের পক্ষে বহির্বিভাগ, অন্তর্বিভাগের দায়িত্ব সামাল দেওযা কঠিন হয়ে পড়ছে।
Blogger দ্বারা পরিচালিত.