বাচ্চার মৃত্যু হয়েছে আগেই, তবুও ভেন্টিলেশনে রেখে বাড়ানো হচ্ছে বিল


রাজ্য ডেস্ক: মৃত নবজাতককে ভেন্টিলেশনে রেখে বিল বাড়ানোর অভিযোগ পরিবারের। মৃত শিশুর নাম আরশাদ কুরেশি। হাওড়া শিবপুর এর বাসিন্দা আরশাদের বয়স দেড় মাস। গত ২৩ তারিখ নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটিকে বিভিন্ন হাসপাতাল ঘুরে পরিবারের লোকজন পাকসার্কাসের বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসেন। প্রথমদিন থেকেই শিশুটি ভেন্টিলেশনে ছিল। আজ শিশুটির মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ আজকে সকালে পুরো টাকা দাবি করেন। বাড়ির লোকজনের সন্দেহ হয়। ওদের দাবি, হাসপাতালে বিক্ষোভ শুরু করলে শিশুটিকে তৎক্ষণাৎ মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই শুরু হয় বিক্ষোভ-ভাঙচুর। পরিজনদের হাতে আক্রান্ত হন নার্সিংহোমের চার কর্মী। একজনের অবস্থা গুরুতর বলে দাবি নার্সিংহোমের। তাঁকে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কড়েয়া থানার পুলিশ বাহিনী। পুলিশের সামনেই চলে ভাঙচুর। ৫ জনকে আটক করেছে পুলিশ। 
Blogger দ্বারা পরিচালিত.