ফিরবে ১৭২ বছর আগের স্মৃতি, ২৬শে ডিসেম্বর আঁধারে ঢাকবে গোটা পৃথিবী
Odd বাংলা ডেস্ক: বছর শেষের পথে৷ ডিসেম্বর গেলেই নতুন বছর৷ বছর শেষের আনন্দে মাততে তৈরি হচ্ছে গোটা বিশ্ব৷ এ হেন আবহে চিন্তা বাড়াচ্ছে একটি সূর্যগ্রহণ৷ আগামী ২৬ ডিসেম্বর এমন এক সূর্যগ্রহণ দেখবে বিশ্ব, যা শেষবার মানুষ দেখেছিল ১৭২ বছর আগে৷ এই গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে আগুনের বলয়। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, 'Ring of Fire'৷ আড়াই ঘণ্টা ধরে চলবে এই মহাজাগতিক দৃশ্য৷ সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ৷ এটা যেমন একাধারে এক বিরল মহাজাগতিক দৃশ্য, তেমনই জ্যোতিষবিদ্যায় কয়েকটি রাশির পক্ষে অশুভও৷
Post a Comment