মাত্রাতিরিক্ত দূষণের জের, দিল্লিতে বিক্রি হচ্ছে বিশুদ্ধ অক্সিজেন! জেনে নিন কোথায়
Odd বাংলা ডেস্ক: একটি সমীক্ষায় দেখা গিয়েছে দিল্লিতে শ্বাসযোগ্য বায়ু দিনে দিনে কমছে। যার ফলে পরবর্তীকালে বিষাক্ত দূষিত বায়ুর সঙ্গে লড়াই করা কতখানি কঠিন হয়ে দাঁড়াতে পারে সেই আশঙ্কাতেই দিন গুনছেন দিল্লিবাসী।
কিন্তু এই চরম দুর্দিনে দিল্লিবাসীকে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করতে মাঠে নেমেছে সকেটের একটি অক্সিজেন বার, নাম অক্সি পিওর। চলতি বছর মে মাসেই এই বারটি খোলা হয়েছে, যা আপনাকে সরবরাহ করবে বিশুদ্ধ অক্সিজেন, যা এখন প্রায় পাওয়া মুশকিল। সংস্থাটির তরফে জানানো হয়েছে, বায়ুমন্ডলের চাপ নিয়ন্ত্রণ করে তাঁরা বিভিন্ন সুগন্ধিযুক্ত অক্সিজেন সরবরাহ করছেন। গ্রাহকদের একটি করে নল দেওয়া হচ্ছে, তাঁরা ওই নলের সাহায্যে নিঃশ্বাসের সঙ্গে অক্সিজেন গ্রহণ করতে পারবেন।
কিন্তু এই চরম দুর্দিনে দিল্লিবাসীকে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করতে মাঠে নেমেছে সকেটের একটি অক্সিজেন বার, নাম অক্সি পিওর। চলতি বছর মে মাসেই এই বারটি খোলা হয়েছে, যা আপনাকে সরবরাহ করবে বিশুদ্ধ অক্সিজেন, যা এখন প্রায় পাওয়া মুশকিল। সংস্থাটির তরফে জানানো হয়েছে, বায়ুমন্ডলের চাপ নিয়ন্ত্রণ করে তাঁরা বিভিন্ন সুগন্ধিযুক্ত অক্সিজেন সরবরাহ করছেন। গ্রাহকদের একটি করে নল দেওয়া হচ্ছে, তাঁরা ওই নলের সাহায্যে নিঃশ্বাসের সঙ্গে অক্সিজেন গ্রহণ করতে পারবেন।
Delhi: An oxygen bar in Saket, 'Oxy Pure' is offering pure oxygen to its customers in seven different aromas (lemongrass, orange, cinnamon, spearmint, peppermint, eucalyptus, & lavender), at a time when Air Quality Index (AQI) in the city is in 'severe' category. pic.twitter.com/dZuVnY03jn— ANI (@ANI) November 14, 2019
Image Source- BW Hotelier |
শুধু তাই নয় অক্সি পিওর বিভিন্ন সুগন্ধিযুক্ত অক্সিজেন সরবরাহ করছে, যার মধ্যে যে যে ফ্লেভার রয়েছে, সেগুলি হল কমলালেবু, লেমনগ্রাস, দারুচিনি, স্পেয়ারমিন্ট, পেপারমিন্ট, ইউক্যালিপটাস এবং ল্যাভেন্ডার। তবে নিয়মাবলির মধ্যে হল এই অক্সিজেন একজন ব্যক্তি কেবল ১৫ মিনিটের জন্যই গ্রহণ করতে পারেন, তার বেশি নয়। ১৫ মিনিটের জন্য খরচ হবে ২৯৯ টাকা।
Post a Comment