বড়সড় জঙ্গি হামলার থেকে বাঁচল রাজধানী, পুলিশের জালে তিন সন্ত্রাসবাদী
Odd বাংলা ডেস্ক: সোমবার রাজধানী শহরে হতে পারত বড়সড় কোনও জঙ্গি নাশকতা। আর সেই ছকই বানচাল করে দিল দিল্লি পুলিশ। এদিন দিল্লি পুলিশের তরফে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। সন্দেহ করা হচ্ছে অভিযক্তরা ইসলামিক স্টেটের সদস্য। সেইসঙ্গে তাদের কাছ থেকে উন্নতমানের বিস্ফোরক ডিভাইস(আইইডি) উদ্ধার করা হয়েছে।
সূত্রের খবর, অভিযুক্ত তিন ব্যক্তিকে অসমের গুয়াহাটি থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম মুকাদ্দাস ইসলাম, রঞ্জিত আলী, লুইস জামিল জামাল।দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডিসিপি প্রমোদ কুশওয়াহা বলেছেন, অভিযুক্ত তিনজনের কাছ থেকে উন্নতমানের বিস্ফোরক ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে। একটি পুলিশের তরফে আরও জানানো হয়েছে, খুব বড় রকমের কোনও জঙ্গি হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে। পুলিশের আরও সন্দেহ, যে তিন ব্যক্তি ইসলামিক স্টেট-এর সঙ্গে সম্পর্কযুক্ত। সূত্রের খবর, এই তিনজনকে বোমা ও আইইডি তৈরির জন্য বিস্ফোরক সামগ্রী বহন করতেও দেখা গেছে।
Post a Comment