ওস্তাদের মার শেষ রাতে, সবাই কি আগে থেকেই জানতেন দেবেন্দ্র হবেন মুখ্যমন্ত্রী?



Odd বাংলা ডেস্ক: সকাল হতেই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। কিন্তু আগে থেকেই কি মোদী-কোবিন্দ জানতেন? নইলে এত তাড়াতাড়ি রাষ্ট্রপতি শাসন উঠে গেলই বা কী করে?  শুরু থেকে ৫০-৫০-এর দাবিতে নাছোড় ছিল শিবসেনা৷ ফলে দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে জোটের রাস্তায় হাঁটতে পারেনি বিজেপি৷ তারপর আরব সাগরের পাড়ে গড়েছে নানা সমীকরণ৷ শেষপর্যন্ত জোট সরকার গঠনের পথে হাঁটে কংগ্রেস-এনসিপি-শিবসেনা৷ কিন্তু তাতে জল ঢেলে বিজেপির হাত ধরে এনসিপি৷ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে শরদ পাওয়ারের ভাই অজিত পাওয়ার জানান যে জনতার কথা ভেবেই এই পথ বেছেছেন তারা৷ কোনও দল সর্বসম্মতভাবে কোনও সিদ্ধান্তে না পৌঁছতে পারায় রাষ্ট্রপতি শাসন চলছিল মহারাষ্ট্রে৷ রাজ্যে স্থায়ীত্বের কথা মাথায় রেখেই তাদের এই পদক্ষেপ, স্পষ্ট করেছেন অজিত পাওয়ার৷ 

মহারাষ্ট্রের মহা নাটকীয় প্রত্যাবর্তন৷ শেষ পর্যন্ত সরকার গড়ল বিজেপি-এনসিপি জোট৷ কোনও দলই ম্যাজিক ফিগার না ছুঁতে পারায় সরকার গড়া নিয়ে নানা জল্পনা চলছিল৷ কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোট সরকার গড়ছে, তা একপ্রকার ঠিক হয়ে গিয়েছিল শুক্রবার৷ সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে উদ্ধব ঠাকরের নামও ঘোষণা হয়েছিল৷ কিন্তু তার পর দিন সাত সকালেই পাল্টে গেল সব সমীকরণ৷ এনসিপির হাত ধরে জোট সরকার গড়ল বিজেপি৷ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবীশ৷ উপ মুখ্যমন্ত্রী হলেন শরদ পাওয়ারের ভাই অজিত পাওয়ার৷

এদিকে মোদী, অমিত শাহ ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন ট্যুইটারে। দেখুন একটাবার।    
Blogger দ্বারা পরিচালিত.