তুরস্ক-সিরিয়া সীমান্তে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১৩ জন, আহত অসংখ্য মানুষ!


Odd বাংলা ডেস্ক: এমনিতেই জঙ্গি হানার জেরে কার্যত বিপর্যস্ত সিরিয়া। ফের তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়া। তুরস্ক-সিরিয়া সীমান্তে গাড়ি বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে তুরস্ক প্রতিরক্ষা মন্ত্রক। তুরস্ক সীমান্ত লাগোয়া তাল আবিয়াদ শহরে হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা। যার জেরে এখনও পর্যন্ত প্রায় ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

সংবাদ সংস্থার তরফে প্রকাশিত খবর অনুসারে, যে স্থানে এই ঘটনাটি ঘটেছে তা একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ বাজার এলাকা। গাড়ি বিস্ফোরণের জন্য ওয়াইপিজি এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির দিকে  অভিযোগের তীর ছুঁড়েছে তুরস্ক সরকার। 

এই বিস্ফোরণের জেরে ১৩ জনের মৃত্যুর পাশাপাশি ২০জন ব্যক্তি আহতও হয়েছেন বলে জানা গিয়েছে। বিস্ফোরণের জেরে দুটি বাইক কার্যত ভস্মিভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে টুইট করে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, তাঁরা পিকেকে/ওয়াইপিজি সন্ত্রাসীদের অমানবিক হামলার তীব্র নিন্দা করছেন। তাল আবিয়াদের নিস্পাপ সাধারণ নাগরিকদের ওপর তারাআক্রমণ চালিয়েছে। অপারেটিং পিস স্প্রিংয়ের পর সাধারণ মানুষ তাঁদের বাড়ি ও ভূমিতে ফিরে এসেছিলেন। যদিও কোনও দলের তরফে এই হামলার দায় স্বীকার করা হয়নি। 

Blogger দ্বারা পরিচালিত.