হায়রে TIKTOK! বুলবুলের মাঝেই মাকে ছাতা হাতে দাঁড় করিয়ে মেয়ে করছে নাচ
Odd বাংলা ডেস্ক: শনিবার সকাল থেকেই বুলবুলের প্রভাবে চলছিল প্রচন্ড বৃষ্টি। কিন্তু তারই মধ্যে TIKTOK LOVERS-রা হাজির নিজেদের উপস্থাপনা নিয়ে। এরকমই একজন হল এই মেয়েটি।তখন চারিদিকে প্রচন্ড বৃষ্টি। তারই মধ্যে মায়ের সামনে নাচতে ব্যাস্ত এই মেয়ে। সুন্দর শাড়ি ভিজিয়ে বেশ কোমড় দুলিয়ে গানের তালে নাচছে মেয়েটি। সে এমনই নাচ যে উন্মাদনায় ছাতাটা দিয়েছে ফেলে। বেচারি মা চুপ করে দাঁড়িয়ে ক্যামেরা ধরে আছে।
মেয়েটি এক একটা ঠুমকা দিচ্ছে, আর তার মা এক-দু পা করে সরে যাচ্ছে। যাতে ক্যামেরাতে তাঁর মেয়ের ছবি সম্পূর্ণ আসে। TIKTOK এর এই উন্মাদনা কার্যত ব্যাস্ত করে রেখেছে এখন মানুষকে।
Post a Comment