ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়দানের পর সরযুর তীরে চলছে সন্ধারতি, দেখুন ভিডিও


Odd বাংলা ডেস্ক: অযোধ্যার বিতর্কিত জমিতেই হবে রামমন্দির। ঐতিহাসিক রায় দিল সুপ্রিমকোর্ট। সুন্নি ওয়াকফ বোর্ড ৫ একর বিকল্প জমি পাবেন। তিন মাসের মধ্যে কেন্দ্রকে একটা ট্রাস্ট গঠন করতে হবে। বিতর্কিত জমির ভিতরের অংশ ট্রাস্টের অধীনে থাকবে। ট্রাস্ট তৈরি করে জমির দেখভাল করবে কেন্দ্রীয় সরকার। 

সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায় প্রদানের পর কার্যত খুশি হিন্দুরা। যদিও এই রায়কে কারওর জয় বা পরাজয় হিসাবে না দেখে কয়েক দশকের পুরনো বিতর্কের অবসান হল বলেই মেনে নেওয়ার আর্জি জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বরা। আর এই সবের পরে অযোধ্যার সরযু নদীর তীরে চলছে গঙ্গা আরতি। সকল পুরোহিতরা সমবেত হয়ে এই সন্ধারতি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। দেখুন ভিডিও-  
Blogger দ্বারা পরিচালিত.