শ্বশুর মাছের কাঁটা বেছে ভাত খাইয়ে দিচ্ছে বৌমাকে, নতুন নজির সোশ্যাল মিডিয়াতে


Odd বাংলা ডেস্ক: বর্তমানে বেশিরভাগ বাড়িতে শোনা যায় বউয়ের সাথে শ্বশুর শাশুড়ির ঝামেলা অশান্তি। কোথাও কোথাও দেখা যায় বিয়ের পর ছেলে বউকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছে। আবার কোথাও দেখা যায় বধূ নির্যাতনের খবর। এনিয়ে প্রচুর আলোচনা, ডিবেট লেগে থাকে। কেউ বলে ছেলের দোষ, ছেলে নাকি বউয়ের চাকরে পরিণত হয়েছে। আবার কেউ বলে শ্বশুর শাশুড়ির দোষ, তারা পরের বাড়ির মেয়েকে নিজের মেয়ে ভাবতে পারে না। প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখা যায় বধূ নির্যাতনের খবর। পনের জন্যই হোক বা অন্য কোনো কারনে হোক, নিত্যদিন বধূ নির্যাতন যেন বেড়েই চলেছে। আর তার সাথে বাড়ছে বধূ হত্যাও। অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে সহ্য করতে না পেরে। ঠিক সেরকমভাবে এর উল্টোটাও হয়ে থাকে অনেক ক্ষেত্রে। দেখা যায় বিয়ের পর ছেলে বউকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছে বা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কিন্ত পরিসংখ্যান বলছে এই রাজ্যে এখনও পর্যন্ত বধূ নির্যাতন নিয়ে মামলা হয়েছে ১৮০০০ মতন।

 যদিও এর মধ্যে অনেক কেসে দেখা যায় সেই অভিযোগ গুলির মধ্যে অনেকগুলোর সারবত্তা নেই। তাই এধরনের অভিযোগ এখন ভালো করে খতিয়ে দেখে তবেই নেওয়া হয়। অন্যদিকে শ্বশুর শাশুড়ির উপর অত্যাচারের জন্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে বাবা মার সম্পত্তির উপর ছেলের কোনো অধিকার নেই। প্রত্যেকটি মেয়ের যখন বিয়ে হয় তখন তাদের নিজের বাড়ি ছেরে শ্বশুর বাড়ি আসতে হয়। তাদের নিজের বলতে কিছুই থাকে না। তারা স্বপ্ন দেখে শ্বশুর বাড়িটাকে নিজের মত করে সাজাবে। কিন্ত সবার সেই স্বপ্ন পুরন হয় না। 

বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির বউকে নিজের মত করে ভাবতে পারে না শ্বশুর শাশুড়ি। তার সাথে মানিয়ে নিতে পারে না, আর সেইসব কারনে অশান্তির সৃষ্টি হয়। কিন্ত এত কিছুর মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে একজন শ্বশুরমশাই তার বউমার পাতের মাছ বেছে তাকে খাইয়ে দিচ্ছেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। অনেকেই দেখেছেন ভিডিওটি। নেটিজেনরা উচ্ছাসিতও হয়েছেন ভিডিওটি দেখে। অনেকে প্রশংসাও করেছেন ভিডিওটি দেখার পর। আজকের দিনে এরম শ্বশুর পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, আর এরম ঘটনা চোখে পড়া দুষ্কর।
Blogger দ্বারা পরিচালিত.